বসন্তের রাত্রির সবথেকে সুন্দর উপহার হলো স্নিগ্ধ চাঁদের আলো আর আমের মুকুলের মিষ্টি সুগন্ধ। মাঝে মাঝে ছাতিম ফুলের গন্ধও কি ভেসে আসে? নাকি ওটা আমার স্কিমাতে আছে, শান্তিনিকেতনের দৌলতে? একটু হাল্কা ঠান্ডাভাব যেন আবহাওয়ার মাধুর্য আরও একটু বাড়িয়ে দেয়। চারিদিকে একটা শান্তভাব। সব ব্যস্ততা যেন হঠাৎ থমকে গেছে। দূর থেকে কাদের কথাবার্তার মৃদু আওয়াজ কানে ভেসে আসে। হাইমাষ্ট লাইটের আলোয় গাছের পাতাগুলো চকচক করে ওঠে। হঠাৎ করেই মনটা ভালো হয়ে যায়, কোনো কারণ ছাড়াই। হেডফোনে তখনও ফরিদাজীর সুরেলা গলায় "আজ জানে কি জিদ না করো" বাজতে থাকে আর আমি আবার বাস্তব জগতে ফেরার চেষ্টা করি।
~ 🖋️পৌলমী
No comments:
Post a Comment