শীতকালের মধ্যাহ্নের মধ্যে কেমন যেন একটা অন্য রকম অনুভুতি আছে। বেশ ছিমছাম রোদ্দুরে এক কাপ কফি হাতে হাসপালের বারান্দায় বসে সুয়াবুল গাছের ডালে রোদ আর হালকা হওয়ার খেলা দেখতে দেখতে একটু আত্ম-প্রতিফলন হয়েই যায়। এত যান্ত্রিক শব্দের মধ্যেও যখন চড়ুই আর কাকের কলরব শুনতে পাই, মনটা তখন হঠাৎ করেই ভালো হয়ে যায়। এত বড় পৃথিবীতে প্রতি মুহুর্তেই কত কিছুই ঘটেচলেছে, আর আমি এক নগন্য জীব বেশ একটা সুখের জীবন যাপন করতে পারছি। প্রকৃতির এত কাছাকাছি থেকে তাকে অনুভব করতে পারছি। হৃদয়ের গভীরতম স্তর থেকে নিজেকে বড় ভাগ্যশালী মনে হয়।
~🖊️ পৌলমী
No comments:
Post a Comment