21 July 2019

দু কাপ চায়ের গল্প


ভেবেছিলাম ঠিক এরকমই একটা বিকেল হবে, ঠিক এরকমই একটা গঙ্গার পাড় হবে, চায়ের কাপটা হাতে নিয়ে আমরা দুজন দুঃখ-সুখের অনেক আপন, নৃভিত গোপন কথাবার্তা বলতে থাকব।
তুমি বরাবরই বড় চুপচাপ, আমার আবার কথা বাধ মানেনা। শত যত্নে লুকিয়ে রাখা আমার অপরিনত কথাবার্তা-চিন্তাভাবনা সবকিছুই তোমার সামনে এক ছুট্টে বাইরে বেরিয়ে আসে, নিজেকে নিজের মত করে মেলে ধরতে চায়।
হঠাৎ সেদিন মেঘ করল, সূয্যি গেল পাটে, আবার তাতে বৃষ্টি হল, তুমি রইলেনাকো সাথে।
গঙ্গার পাড়, স্নিগ্ধ বাতাস, একলা আমি আর দূর থেকে ভেসে এল - "ওরে মনবা তু তো বাবরাহে, তুহি জানে তু কিয়া শোচতাহে, তুহি জানে তু কিয়া শোচতাহে বাবরে, কিউ দিখায়ে স্বপ্নে তু সোতে জাগতে"....

No comments: