26 July 2019

মুখোশ




মুখের ভিতর আরেকটা মুখ, তার ভিতরে আরেকটা
কি হত যদি থাকতনা না পরত, মুখোশ পরার প্রচেষ্টা। 
তুমি আমি সবাই এক, দুঃখ- সুখে বাঁধা জীবন
জন্ম-মৃত্যুর মাঝে শুধু ক্ষণিকের এই আচরণ। 
আমার কথা, তোমার হাসি - মনখারাপের সময়ে
আমরা সবাই একই পথিক, তফাৎ শুধু হৃদয়ে।
পাশে যদি থাক তুমি, বুঝতে চাও ব্যাথা
মুখোশ তবেই দেবে পাড়ি, ভিনদেশ যেথা। 

2 comments:

Anonymous said...

It'svery simplpe to find out any matter on net as compared
to booқs, aaѕ I found this рiece of writing at thіs web site.

Poulami Mukherjee said...

Indeed.
Thank you so much for reading this piece.