13 August 2019

কংক্রিট আর প্রকৃতির গল্প


চায়ের কাপটা হাতে নিয়ে কংক্রিট প্রকৃতির দিকে এক তাছিল্যপূর্ণ হাসি হেসে বলল "বুঝলে প্রকৃতি তোমার যুগ চলে গেছে, সবাই এখন আমাকে নিয়েই চিন্তা ভাবনা করতে ব্যাস্ত।একটা সময় ছিল যখন লোকে তোমার কথা ভাবত, সেসব এখন অতিত। কবি বা সাহিত্যিক ছাড়া আর কজনেরই বা তোমাকে নিয়ে স্বপ্ন দেখার মত সময় আছে বল? এ জীবনে তুমি করলেই বা আর কি,  পেলেই বা আর কি। দেখ, আমাকে দেখ।আমার সুউচ্চ অট্টালিকাগুলো দেখ, কেমন ইট, কাট, পাথর, রড আর মনহারি আলোতে আমি ভরিয়ে দিয়েছি শহরটাকে।দেখে কোনদিন বুঝতে পার যে একদিন তোমার রাজত্ব ছিল এখানে? আমি শহর ছাড়িয়ে এখন গ্রামের দিকেও এগিয়ে যাচ্ছি। গোটা পৃথিবীটাকে আমি আমার রাজত্ব বানিয়ে ফেলব খুব তাড়াতাড়ি।তারপর মানুষের মনে হানা দেব। মানুষের মনগুলোও কংক্রিট বানিয়ে দেব। তারা বুঝবেনা ভালবাসা কি, তারা বুঝবেনা সমব্যাথা কি, তারা বুঝবেনা মনুষ্যত্ব কি।সবাই শুধু নিজের আখের নিয়েই ভেবে যাবে, আর আস্তে আস্তে পরস্পরের সাথে লড়াই করতে করতে একদিন বিলিন হয়ে যাবে। আর কেউ থাকবেনা তখন তোমার প্রশংসা করার জন্য। সব আমার হবে তখন, গোটা পৃথিবীর একছত্র মালিক হব আমি"।

অনেকক্ষণধরে শোনার পর প্রকৃতি বলে "আমি কোনদিনও চাইনা পৃথিবীর মালিক হতে। আমি চাই সবার সাথে মিলে মিশে একাত্ম হয়ে থাকতে।এ এক আলাদা অনুভূতি, যার আশ্বাদ তুমি কোনদিনও বুঝবেনা। নিজের কথা না ভেবে জগতের মঙ্গলের চিন্তা করার মধ্যে এক পরম তৃপ্তি আছে, এক পরম সুখ।জীবনটা বোধহয় স্বার্থক তখনি হয় যখন অন্য কারুর উপকারে আসা যায়।আমি তাদের জন্য বেঁচে থাকি যারা আমার নুন্যতম সাহায্য পেয়েও এক ্প্রশান্তির হাসি উপহার দেয়। আমার কাছে এ জীবন অমূল্য, আমি চাইনা তাকে স্বার্থপরতার বেড়াজালে আবদ্ধ করে দিতে। আমি ধন্য জীবনে যা কিছু হয়েছে তার জন্য, যা কিছু হচ্ছে তার জন্য আর যা কিছু হবে তার জন্য। তুমি আমাকে একদিন গ্রাস করে নেবে, সে ভয় আমি পাইনা।পরিবর্তনই জীবনের নিয়ম, আর আমি এতেই খুশি। প্রার্থনা করি তুমি শান্ত হও। ভাল থেকো বন্ধু"।    

No comments: