18 August 2019

তৃপ্তি



বাসস্ট্যান্ডে বসেছিলাম আনমনে,
নানান চিন্তা ভাবনা আসছিল, অলস এই মনে।
অনেকক্ষণ ধরেই খেয়াল করছিলাম সেই বাচ্চাটাকে।
মায়ের কোলে ছোট্ট বন, একহাতে শক্ত করে ধরা,
আর আরেকটা হাতে আলগোছে তার হাতের গোড়া।
কেউবা দিল চকচকে কয়েন, কেউবা দিল ফিরিয়ে,
কিন্তু মায়াবী সে শিশুর মুখ, দিল সবার চোখ জুড়িয়ে।
ছিল আমার আস্ত একটা পেয়ারা,
দিতেই তাকে, বসাল সে এক কামড়, পুচকে দাঁত দিয়ে।
খিদে কি জিনিস, বুঝলাম তাকে অপেক্ষার খাবার হাতে দেখে,
রিক্ত আমি তৃপ্ত হলাম ভালথাকার নতুন দিশা শিখে।

No comments: