গাছটাকে চুরি করেছিলাম আমার পুরনো পিজির থেকে।তিনটে পাতাসুদ্ধু মানিপ্ল্যান্ট গাছের একটা ডাল। গাছের সাথে একাত্ম হতে আমার বেশ লাগে। হয়তোবা এটা আমার রক্তে আছে তাই। বাবার বোটানি নিয়ে পড়াশোনা আর বোটানির শিক্ষক হওয়ার সুবাদে, আমার মেয়েবেলা কেটেছে বাবার গাছের প্রতি নেশা দেখেই।বাড়িটা আমাদের বিভিন্ন ধরনের গাছগাছালিতে ঘেরা। তাই যেখানেই যাই না কেন, চোখের সামনে একটু সবুজ চাইই চাই।কিন্তু শহর বাজারে এক কামরার ঘর পেলেই নিজেকে ধন্য মনে হয়, সেখানে গাছ, বাগান এসব কল্পনারও অতীত। অবুঝ মন তবু বোঝেনা, একটু সবুজ সে খোঁজে। চুরির মানিপ্ল্যান্ট গাছটার তিনটে পাতাই পোকায় খাওয়া। ভেবেছিলাম হয়তো সূর্যের আলো পেলে আর জল পরিমাণ মত পেলে গাছটার পাতাগুলো ঠিক হয়ে যাবে বা নতুন ভালো পাতা গজাবে। কিন্তু আমার অপেক্ষাকে অন্তহীন করে গাছটাতে কোন নতুন পাতাও গজালোনা আর পোকায় খাওয়া পাতাগুলোও ঠিক হোলনা।আমি নিয়মমাফিক বোতলের জল পাল্টাতে থাকলাম আর গাছটার জায়গা বদল করতে থাকলাম। এইভাবে দিন গড়িয়ে মাস গেল, কিন্তু গাছটা কোন ইতিবাচক প্রতিক্রিয়া চোখে পড়লোনা।সে নিজের মত শান্ত, সৌম্য ও ধীরতার সাথেই দিন কাটাতে লাগলো, সব উতলা স্থিতি যেন আমার একারই। আমার ব্যক্তিগত জীবনেও সমকালীন সময়ে কিছু টানাপোড়েন চলছিল । নিজের অজান্তে কবে গাছটার সাথে নিজের জীবনকে একাত্ম করে ফেলেছিলাম আর মনে হচ্ছিলো গাছটাতে একটা নতুন ভালো পাতা গজালেই আমার ব্যক্তিগত সমস্যাগুলোরও সমাধান হবে, বোধহয় ও' হেনরির "দ্য লাস্ট লিফ" মাথার ভিতরে কোথাও কাজ করছিল। হঠাৎ লক্ষ্য করলাম গাছটার শিকড় বেশ সুন্দর হয়ে বেড়ে উঠছে। মনে হালকা কিছুটা আশার আলো জাগল।আরও কিছু দিন ও মাস পরে নতুন পাতা গজালো। প্রথমে হালকা সবুজ তারপর আস্তে আস্তে চকচকে গাঢ সবুজ। মনটা আনন্দে ভরে গেল। এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছি সেই কবে থেকে। আশ্চর্যভাবে লক্ষ্য করলাম আমার ব্যক্তিগত সমস্যাগুলোও ধীরে ধীরে ফিকে হয়ে আসতে লাগল। গাছটার সাথে আমার জীবন ও যেন এক নতুন দিশা পেল।নতুন কিছু শুরু করার ভরসা পেলাম, প্রেরণা পেলাম গাছটার থেকে।শহর বদল করতে চলেছি আমি, গাছটাকে হয়তো আমার সাথে আর নিয়ে যাওয়া হবেনা, কিন্তু এই প্রেরণাটাকে সঙ্গে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরী মনে হল, তাই লিপিবদ্ধ করলাম আমার অনুভূতিটুকুকে আমার মত করে।
"Watching something grow is good for morale. It helps us believe in life" - Myron S. Kaufman
No comments:
Post a Comment