06 April 2020

একলা ঘর


সারা বিশ্বজুড়ে ভাইরাস হানা দিল। সবাই স্তম্ভিত। উন্নত দেশগুলো যখন ভাইরাসের সাথে লড়তে গিয়ে পেরে উঠছেনা, তা দেখে উন্নয়নশীল দেশবাসীর মনে আতঙ্কের ছাপ।কখন কি হয়। সারা দেশ তালাবন্ধ করার কথা ঘোষণা হোল। কিছু মানুষ স্বদ্বিচ্ছায় ও কিছু মানুষ প্রশাসনের গুঁত খেয়ে নিজেকে ঘর বন্দিও করে নিলেন। কিন্তু তারপর? তারপর যে কি এর উত্তর তো জানা নেই কারো কাছেই। কতদিন থাকব আমরা এভাবে? তার উত্তরও জানা নেই কারো কাছে।ছোটবেলায় পড়েছিলাম "man is a social animal" আর বড়বেলার Maslow, Alderfer এদের theory পড়তে গিয়ে জানলাম Social Needs ও Relatedness Needs-এর কথা। Internet এর যুগে আমরা যারা সুবিধাবাদী শ্রেণীতে পড়ি তারা হয়তোবা একে অপরের সাথে কানেক্টেড কিন্তু যারা সমাজের প্রান্তিক শ্রেণীতে রয়েছে তারা? যাদের দুবেলা পেটের ভাত যোগানই কষ্টকর তারা কিভাবে পুরণ করবে তাদের Needs?

আমাদের দেশের ১৩৩ কোটি দেশবাসীর অনুযায়ী পর্যাপ্ত স্বাস্থ্য -পরিষেবা নেই, তাই বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। এতে হয়তোবা ভাইরাসের হানা থেকে রেহাই পাওয়া যাবে, কিন্তু কতদিন? শারীরিক স্বাস্থ্য বজায় রাখা সম্ভব হলেও এতে মানসিক স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়তে পারে তা আমাদের কারুর জানা নেই। আমরা মানুষ - নিজেদের শ্রেষ্ঠ জীব বলে মনে করি, কিন্তু একটা ভাইরাস, যাকে খালি চোখে দেখা পর্যন্ত যায়না তার সাথে লড়তে হিমশিম খেয়ে যাচ্ছি। চোখের সামনে প্রাণ হারাতে দেখছি আমার মতই আরও শত মানুষকে, কিন্তু করতে কিছুই পারছিনা।সরকার, ডাক্তার, পুলিশ, প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবি সংস্থা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এ যেন এক আনাড়ির মাঝ সমুদ্রে সাঁতার কাটা।তার উপর স্মার্ট ফোনে আসছে আনস্মার্ট তথ্য, যা আরও ত্রাস তৈরি করছে মানুষের মনে।মন ভারাক্রান্ত, কিন্তু উপায় কিছুই নেই।
রূপম ইসলামের একটি জনপ্রিয় গানের কয়েকটি লাইন খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে -
"এই একলা ঘর আমার দেশ
আমার একলা থাকার অভ্যেস
আমি কিছুতেই ভাববোনা তোমার কথা
বোবা টেলিফোনের পাশে বসে"

No comments: