04 September 2021

সুন্দর পৃথিবী

নীল আকাশের মাঝে একটুকরো সাদা মেঘ,
বাস-ট্রাকের হর্ণের মাঝে হঠাৎ ডাকা পাখির কূজন,
ইমারত আর কংক্রিটের মাঝে মাথা উঁচু করে বাঁচতে চাওয়া ছোট্ট একটা বনফুল, 
মনে করিয়ে দেয় পৃথিবী আজও সুন্দর 
   
                                        ~পৌলমী 

No comments: