ষ্টেশন বাজার চত্বরে মাঝে সাঝে টুকটাক দোকান বাজার করতে যাওয়ায় দোকানদারদের সাথে বেশ মুখ চেনাচিনি হয়ে গেছে। কাজেই জিনিষপত্র কেনাকাটি করার সাথে সাথে কাকু- ভাইঝি মার্কা দুএকটা কথাবার্তাও চলে ক্রেতা ও বিক্রেতার মধ্যে। করোনা কালের বাজার মন্দাই যায় বেশিরভাগ। কাল এরকমই এক কথোপকথন জানিয়ে দিল -
দুগ্গা এলো, দুগ্গা গেলমন ভরাল কাশ,
আকাশ বাতাস উঠল ভরে
শিউলির সুবাস,
হিমেল হাওয়ার পরশ মেখে
শিশির এল দূর্বার কাছে,
মাগো, সবার মুখে অন্ন দিতে
লক্ষী এলো কই?
~পৌলমী
No comments:
Post a Comment