29 January 2022

বন্ধুগুলো কোথায় গেল

 মাঝে মাঝে খুঁজতে বেরোই, 

বন্ধুগুলো কোথায় গেল।

জীবনযুদ্ধ শেখালো যারা, 

হাসির কারন ছিল তারা। 

সুখের মাঝে, দুখের মাঝে 

তারাই ছিল ভরসা কেবল। 

হার না মানা জেদের কারন, 

আপন ভেবে করল বরন।

ঘাত প্রতিঘাত সইতে গিয়ে 

নিজেই নিজেকে হারালাম শেষে। 

অনেক বছর পরে তাই 

আমি কেবল খুঁজে বেরাই ...

বন্ধুগুলো কোথায় গেল ।

No comments: