06 September 2022

বুধনির ভবিষ্যৎ

ধরে নেওয়া যাক বছর দশেকের মেয়েটির নাম বুধনি মুণ্ডা। সে তার মায়ের সাথে ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের এক ইট ভাটাতে এসেছে। ইট ভাটার ছোট্ট ঘরের মধ্যেই বাবা, মা ও চার ভাই বোনের কুলিয়ে ঘুছিয়ে টানাটানির সংসার। বুধনিরা কেউই পড়াশোনা করেনা। বড় হয়ে কি হতে চায় জিজ্ঞাসা করাতে সে বলল "কেন? মায়ের মত ভাটাতে কাজ করব"। উত্তরটা এমনভাবে দিল যেন আমি প্রশ্নটাই ভুল করেছি। সে যে ভাটাতেই কাজ করবে তা যেন সবাই জানে কেবল আমি বাদে।

বুধনিরা পরিযায়ী শ্রমিক হয়ে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেরায়। যেখানে কাজ পায় সেখানে কিছুদিন থাকে আবার কাজ ফুরলে অন্য জায়গার সন্ধান। বুধনি তার থেকে ছোট তিনটি ভাইবোনের দেখা শোনা করে যখন তার মা- বাবা কাজে যায়। রান্না বান্নাও টুকটাক শিখে গেছে সে। কিন্তু তার জীবনটাতে শৈশবের সরলতা আর দুচোখ ভরা স্বপ্ন কই?
তার পড়াশোনা শেখার অধিকার সে পেলনা। সে হতে পারত কোন কল্পনা চাওলা, কিন্তু সে স্বপ্নও সে দেখলনা। বুধনির জীবনে সত্যি কি 'আজাদি' আছে না তার কোন 'অমৃত মহোৎসব'? কি হবে তার ভবিষ্যৎ?

No comments: