পরিবর্তনই সমাজের নিয়ম কথাটা বলা হয়ে থাকলেও এই পরিবর্তনটা ঘটে খুবই ধীর গতিতে। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের সমানাধিকারের লড়াই প্রতিটা মেয়েকেই লড়তে হয়। ছোট থেকে সেই অভিজ্ঞতা আমারও নিছক কম কিছু নয়। ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়ায় সবথেকে বেশি যেটা নাড়া দিত তা হল পরিবারের দাদা-ভাই সবার পৈতে হয়েছে আমার হয়নি। মেয়ে বলে দেবদেবীর আরাধনাতেও পার্থক্য করা হবে? পুজোআর্চা ভালবাসা সত্ত্বেও কোন পুরুষের উপর নির্ভরশীল হতে হবে দেবদেবীর আরাধনা করতে? এ যেন মেনে নেওয়া বড়ই কঠিন। অনেক কিছুর মত এও মেনে নিতে হয়েছিল। এ বছর বাবার শরীর খুব একটা ভালো না থাকায় দাদামনিকে (পিসির ছেলে) বলেছিলাম পুজো করে দিতে। প্রত্যুত্তরে দাদামনি বলল "বেদমতে মেয়েদের পুজোর অধিকার আছে, নিজে কর পুজো"। আর দাদামনির কথামতো প্রস্তুতিও শুরু করে দিলাম।
আজ প্রথমবার নিজে মূর্তিপূজা, হোম, পাড়ার বাচ্ছাদের অঞ্জলি দেওয়ানো, একটা পুচকের হাতেখড়ি সবই করলাম। একদম অন্য রকম অনুভূতি। যারা পুজতে উপস্থিত ছিলেন তারা সবাই আমার পুজোর বেশ প্রশংসা করেছেন। নিজের মত করে পরিবর্তন আনতে পেরে বেশ ভালো লাগছে। আর দাদামনিকেও অসংখ্য ধন্যবাদ, যে সাহস না দিলে আজও আমি পুরুষতন্ত্রের বেড়াজাল একটু হলেও ভাঙবার চেষ্টা করতে পারতামনা।
No comments:
Post a Comment