04 December 2024

একটা সাধারণ শীতের রাত

অনেকদিন পর যখন রাত্রিবেলা ঝুপ করে কারেন্ট চলে যায় তখন অবকাশ হয় এক চিলতে ব্যালকনি দিয়ে খোলা আকাশটাকে দেখার। কতদিন পর তারা দেখা। সপ্তর্ষিমন্ডল, কালপুরুষ আরও কত কি - সব একনজরে দেখা। শীতের আমেজ সারাদিন বোঝা না গেলেও রাত্রিবেলায় বেশ ভালোই টের পাওয়া যায়। বেলী ফুলের গাছটাতে বেশ কটা ফুল ফোটাতে একটা আলাদা আমেজ তৈরী হয়। টুকটাক কথাবার্তা, হাল্কা গান আর ঝিঁঝিঁর ডাক সাথেতো আছেই। সবমিলিয়ে হঠাৎ একটা ভীষণ ভালোলাগা তৈরী হয়। 

                                                          ~পৌলমী 

No comments: