04 January 2025

নিজেকে প্রশ্ন

আজকাল বেশ চন্দ্রমল্লিকা ফুটছে। আমার হোস্টেলের ছোট্ট ব্যালকনির একরত্তি টবে যেমন ফুটছে সেরকম গোটা হাসপাতালের সব ওয়ার্ড জুড়ে নানান রঙের মেলা। তবে আমার প্রিয় সাদা চন্দ্রমল্লিকা মাঝখানে হলুদ টিপ। বেশ লাগে দেখতে। ওরা বলে সাদা রং শান্তির প্রতীক, আর হলুদ রং তো বধুত্বকে বোঝায়। তাহলে হলুদ টিপ পরা সাদা চন্দ্রমল্লিকা কী হবে? মনে হয় পাঁচিল দেওয়া বন্ধুত্ব (মেনটেনিং বাউন্ডারি) আর কি, যাতে মানসিক শান্তি বিঘ্নিত না হয়। আচ্ছা প্রকৃতি এত সুন্দর করে ছন্দে বাঁধা কি করে, আর মানুষ (থুরি আমি) এতো অগোছালো কেন? 

No comments: