22 February 2025

জীবনী সিদ্ধান্ত

সন্ধ্যায় ওয়ার্ডের কাজ শেষ করে বাইরে বেরিয়ে হঠাৎই গন্ধটা পেলাম। আকাশে চাঁদ, হালকা একটা ঠান্ডা ভাব আর বকুল ফুলের গন্ধ। ক্যাম্পাসটার চারিদিকে গাছগাছালিতে ছাওয়া বলে আমার বেশ লাগে। ওয়ার্ডের চারপাশের ফুলবাগানও ছিমছাম, সুন্দর গোছের। আজ একটু দেরি হয়ে গেছে বলে আজ আর পাখিগুলোর ঘরে ফেরার গান শোনার অবকাশ হয়নি। সারাদিনের পেশাদারিত্বের শেষে যখন নিজের হোস্টেলে ফিরে নিজের সাথে আমার বসার অবকাশ হয় তখন আমার ডায়রির পাতা ভরে ওঠে ইঁদুর দৌড়ের সুফল ও কুফলে। আর আমি আবারও বোঝার চেষ্টা করি জীবনের ডিসিশন ম্যাট্রিক্সটা ঠিক হচ্ছে নাকি পুরোটাই ভুল। 

~🖋️ পৌলমী 






No comments: