16 February 2025

শীতকালের রোদ্দুর

অনেকখানি ঠান্ডা রাত পেরিয়ে যখন কমলা রঙের সূর্যটা আকাশে দেখা যায় তখন তার মাধুর্যটা বেশ লাগে। তারপর একটু একটু করে রোদের দেখা মেলে। মধ্যবিত্ত জীবন তার সব লেপ কাঁথা কম্বল তড়িঘড়ি গরম করে নেয়। দুপুরবেলার রোদে কুলের আচার খাবার মজা আজকের কুচোকাঁচারা হয়তোবা জানেই না। ঠাম্মার সথে ক্লিনিক প্লাস শ্যাম্পুর চুল শোকানোর রোদ্দুর আজ আর আসেনা। তাও শীত আসে, পলাশের বোন আলো করে রোদ্দুর ও আসে। তবু যেনো গোলাপের সুরভীর মধ্যে কিচ্ছু একটা ভীষণ ভাবেই উপেক্ষিত থেকে যায়। কিছু যেনো নিরুদ্দেশে পাড়ি দিয়ে আর ফিরতেই চায়না...

No comments: