12 March 2025

আমার কমলা রঙের রোদের গল্প

হঠাৎ একটা কমলা রঙের রোদের দেখা পেলাম, ঠিক পলাশ গাছটার পিছনে ছিল। ঝুপ করে কুড়িয়ে নিয়ে বাড়িতে এলাম। একদম আমের মুকুলের গন্ধে মিশে গিয়ে সে যে ম ম করছে। একটা ফুলদানি খুঁজছি তাকে যত্ন করে গুছিয়ে তুলে রাখব বলে। আর যখন ইচ্ছা হবে তার সাথে গল্পও করব। গোটা একটা জীবনের গল্প। তার সাথের হবে আকাশ কুসুম কল্পনার গল্প আর কিছুটা নিস্তব্ধতার গল্প। এত কথা যা বলা হয়ে ওঠেনি, সেই সব গল্পই হবে কমলা রঙের রোদের সাথে। আর তার জীবনের তারা নক্ষত্রের গল্পও শুনব খানিক। মন হলে তাকে তুলির আঁচরে আরও একটু রাঙিয়ে দেবো। এইটুকুতেই নাহয় ইতি টানি আজকের গল্পটার। 

~🖋️ পৌলমী 


No comments: