~🖋️ পৌলমী
22 March 2025
নিস্তব্ধতার মাধুর্য
নিস্তব্ধতার বেশ একটা মাধুর্য আছে। দিনের শেষে যখন মুখটা বন্ধ হয়, তখন মনটা পুরোটা অনুভব করার জন্য তৈরী হয়। মানুষের তৈরি জগতের বাইরেও যে একটা জগৎ আছে, আর তার বিস্তৃতি যে কতখানি, তা উপভোগ করার চেষ্টা করে। বিশেষত বৃষ্টিস্নাত রাত্রে ঝিঁঝিঁর ডাক, ব্যাঙের হাল্কা গলাসাধা আর মনোরম একটা ঠান্ডা পরিবেশ। স্ট্রিটলাইটের আলোয় দেখা দূরের শাল, পলাশ আর শিমুলের বনে মাঝে সঝে জোনাকির আঁকিবুঁকি আর সাথে কদমের সুরভী। আমার সমস্ত সত্ত্বা এই বিস্তীর্ণের সামনে এসে কেমন করে যেনো শান্ত হয়ে যায়। সবকিছুই আরও একটু ভালো লাগতে শুরু করে দেয়, সবকিছু হাল্কা লাগে। ওরা এই অনুভূতিটাকেই হয়তোবা 'অরা ক্লীনসিং' বলে। নিজের মনেই একটা স্বস্তির নিশ্বাস ফেলি আর মনে মনে গুনগুনিয়ে উঠি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment