গোটা একটা বছরের ঠিক শেষ দিনটাতে দাঁড়িয়ে প্রতিবারই বছরটাকে এক পলকে মনে করি।
কি হারালাম, কি পেলাম, কি শিখলাম আর কে ছিল পাশে, সবটার একটা ছোট্টো হিসেব।
কত হাসি, কত খুশি আর কত ভালোবাসা ঝুলিতে জমা হলে একটা মানুষ তার দুঃখ ভুলে শুধু সুখটুকু মনে রাখে তা আমার জানা নেই, তবে আজকের দিনের স্মৃতি রোমন্থন শুধু নিজেকে কৃতজ্ঞতায় ভরিয়ে দিল।
২০২৫ তোমার সবটা নিয়েই তোমার কাছে আমি ধন্য। যা তুমি কেড়েছিলে, তার দ্বিগুণ ফিরিয়ে দিয়েছ। ২০২৬ তুমি এসো আরো শুভ বার্তা নিয়ে। ভালো থাকো, ভালো রাখো।
~পৌলমী 🖊️