10 April 2022

ফুল

 তুমি ফুল,

তুমি নাকি সবার মন জয় কর।

তোমার গন্ধ, তোমার রুপ, শুধু আনন্দের জন্য। 

তোমাকে আন্যদেরসাথে যে ভাগ করে নেয় 

সেই ফুল বিক্রেতার যেদিন ভালো বিক্রি হয়না,

হাঁড়িতে চড়াবার দুটো অন্নও জোটেনা, 

তার জন্য তুমি কি কর? 

তুমি ফুল,

তুমি নাকি সবার মন জয় কর।

No comments: