হঠাৎ আসা দমকা হাওয়া মনে করায় কিছু চেনা মুখ
মানুষটির নাম মনে পড়ে, তার ধাম মনে পড়ে
কিন্তু স্মৃতি কই ?
কিছুই যে মনে পড়েনা।
আদৌ কি মনে পরার মত কিছু ছিল কোনদিনও ?
গল্প লিখতে যেটুকু প্রয়োজন, ভাণ্ডারেতো সেটুকুওতো নেই ।
কল্পনাতে হয়তো সে ছিল, কিন্তু বাস্তবে যে সবই শূন্য।
বাস্তব আর কল্পনার রাজ্যে কতখানিই না পার্থক্য।
কল্পনার রাজ্যে যে পায় রাজার আসন, বাস্তবে তার কোন অস্তিত্বই নেই।
পুরটাই ছলনা, পুরটাই একটা খেলা।
হয়তো একেই বলে "সব কিছু মোহ আর মায়া"।
No comments:
Post a Comment