04 January 2025
রাইটার্স ব্লক
আজকাল বেশ চন্দ্রমল্লিকা ফুটছে। আমার হোস্টেলের ছোট্ট ব্যালকনির একরত্তি টবে যেমন ফুটছে সেরকম গোটা হাসপাতালের সব ওয়ার্ড জুড়ে নানান রঙের মেলা। তবে আমার প্রিয় সাদা চন্দ্রমল্লিকা মাঝখানে হলুদ টিপ। বেশ লাগে দেখতে। প্রকৃতি আমার বরাবরই প্রিয়, তাই আমার গোটা হাসপাতাল ক্যাম্পাস জুড়ে ঘুরে বেড়াতে বেশ লাগে। কোন গাছটার নাম কি গুগল করতে করতে যখন বড় শালিমলির ভিড়ে একঝাঁক টিয়া ডেকে ওঠে, মনটা ক্ষণিকের জন্য কেমন যেনো অন্য কোথাও হারিয়ে যায়। সূর্য ডোবার সময় আকাশের সোনালী ছটায় মেঘেরা যেনো আরো সুন্দর হয়ে ওঠে। কিন্তু আমি কি লিখতে চাইছি তা বুঝতে পারছিনা। রয়টার্স ব্লক একেই বলে বোধ হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment